নয়াদিল্লিঃ মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow-Agra Expressway) ট্রাকের (Truck)সঙ্গে যাত্রীবোঝাই বাসের (Bus) সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালক (Bus Driver) এবং এক যাত্রীর। আহত বহু যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার রাত ১ টা নাগাদ। ফিরোজাবাদ গ্রামীণ এসপি রামবিজয় সিং জানান, ১৫০ জন যাত্রী নিয়ে বাসটি বাহরাইচ থেকে দিল্লির (Delhi)দিকে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস চালক এবং এক যাত্রীর। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৪৫ জন যাত্রী। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বাকি ৪০-৪৫ জন যাত্রী নিরাপদ রয়েছেন। তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। যোগীরাজ্যে একের পর এক পথ দুর্ঘটনার খবর সামনে আসছে। এই নিয়ে বিগত ১৫ দিনে ৩ টি বড় দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে।
শুনুন কী বলছেন এসপি রামবিজয় সিং
UP: "At around 1 AM, a bus traveling from Bahraich to Delhi collided with a truck on the Lucknow-Agra Expressway. There were 150 passengers on board; the bus driver and one other person died on the spot. Many passengers were injured and have been sent to the hospital for… pic.twitter.com/bTAIXtW2CP
— IANS (@ians_india) July 25, 2024
Uttar Pradesh Road Accident: 2 Dead, Several Injured As Bus Carrying 150 Passengers Collides With Truck on Lucknow-Agra Expressway (Watch Video)https://t.co/eJDY2Unw3m#UttarPradesh #LucknowAgraExpressway #RoadAccident
— LatestLY (@latestly) July 25, 2024