নয়াদিল্লিঃ একটা কিনলে, একটা ফ্রি! সম্প্রতি এই অফারেই উত্তরপ্রদেশে(Uttar Pradesh) বিকোচ্ছে মদ(Alcohol)। বিশেষ অফার চালু হতেই, যোগীরাজ্যে কয়েক গুণ বেড়ে গিয়েছে মদের বিক্রি। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেশকিছু শহরে মদের উপর এই বিশেষ অফার মিলছে। দোকানে-দোকানে লাইন ক্রেতাদের। ভিড় সামাল দিতে কার্যত বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।
উত্তরপ্রদেশে বিশেষ অফারে মদ বিলোচ্ছে দোকানীরা
কিন্তু হঠাৎ এমন ছাড়ের কারণ কী? গিয়েছে, , ২০২৪-২৫ অর্থবর্ষ শেষের পথে, হাতে আর দিন কয়েক মাত্র। তার আগে স্টক শেষ করার জন্য এই সেল দিয়েছে দোকানগুলি। কারণ নতুন অর্থবর্ষের জন্য ইতিমধ্যেই নতুন আবগারি নীতি চালু করার কথা আগাম ঘোষণা করে দিয়েছে যোগী সরকার। তাই পুরনো স্টক খালি করার হিড়িক পড়েছে দোকানে-দোকানে। অন্যদিকে মদের ‘স্টক ক্লিয়ারেন্স সেল’ নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ। যোগী সরকারের দিকে প্রশ্ন ছুড়েছেন দিল্লির বিরোধী দলনেত্রী অতিশি মারলেনা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "বিজেপি কি মাতাল রাজ্য তৈরি করতে চাইছে?"
'বাই ১, গেট ১ ফ্রি' যোগীরাজ্যে মদের উপর বিশেষ ছাড়
#UttarPradesh residents flock to liquor stores for an end-of-year 'buy one, get one free' offer by vendors.
The spike in sales and crowd management measures resulted from the new online lottery system for shop licences, replacing the previous automatic renewals, effective after… pic.twitter.com/757ElzLXVZ
— The Times Of India (@timesofindia) March 26, 2025