Uttar Pradesh: রায়বারেলিতে বিষ মদে মৃত্যু বেড়ে ৯
Liquor | Image used for representational purpose | (Photo Credit: Wikimedia Commons)

লখনউ, ২৬ জানুয়ারি: উত্তর প্রদেশের (Uttar Pradesh) রায়বারেলি (Rae Bareli)-তে বিষ মদ (Hooch) খেয়ে মৃত্যের সংখ্যা বেড়ে ৯ হল। এই কাণ্ডে গ্রেফতার হওয়া নিষিদ্ধ মদের প্রস্তুতকারক ও সরবাহকারীদর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জানিয়েছেন উত্তরপ্রদেশের ডিজি মুকেশ গোয়েল। খবরে প্রকাশ, মহারাজগঞ্জ পুলিশ স্টেশনের পাশে পাহারপুর গ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার রাতে হওয়া এই অনুষ্ঠানের পাশে মদের দোকান দেওয়া হয়েছিল।

দেখুন টুইট

সেই মদ খেয়েই ৩০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে যান। ঘটনাস্থলেই মারা যান এক বৃদ্ধা সহ ৪ জন। এরপর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে মারা যান আরও দুজন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মদের দোকানের মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Chhattisgarh Govt: সুখবর, এই রাজ্যে সপ্তাহে ৫ দিন অফিস করবেন সরকারি কর্মীরা 

গত বছর নভেম্বর বিহারে বিষ মদ খেয়েই ২৪ জনের মৃত্যু হয়েছে। তার আগে গত বছর মে মাসে উত্তরপ্রদে শের আলিগড়ে বিষমদের বলি হন ২২ জন।