লখনউ, ৬ সেপ্টেম্বর: আমিষ খাবার (Non-Veg Food) নেওয়ায়, স্কুল থেকে বহিষ্কার করা হল এক ছাত্রকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহায় এবার একটি স্কুলের (School) বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠে। যেখানে আমরোহার হিলটন কনভেন্ট স্কুলে বছর ৫-এক এক পড়ুয়া আমিষ খাবার টিফিনে নিয়ে গেলে, তাকে বহিষ্কারের অভিযোগ ওঠে। যা নিয়ে ওই পড়ুয়ার মায়ের সঙ্গে স্কুলের অধ্যক্ষর বাকবিতণ্ডা শুরু হয়। বিতর্কের সময় ওই পড়ুয়ার মা দাবি করেন, তাঁর ছেলেকে ক্লাসের ভিতর বসতে দেওয়া হয় না। এমনকী হিন্দু, মুসলিম ভাগাভাগির কথা তুলে সব সময় তাঁর ছেলেকে ক্লাসে একঘরে করে দেওয়া হয়। যে অভিযোগ অস্বীকার করেন স্কুলের অধ্যক্ষ।
আমরোহার বেসরকারি স্কুলের অধ্যক্ষর পালটা দাবি, বছর ৫-এর ওই পড়ুয়া প্রতিদিন আমিষ খাবার নিয়ে গিয়ে বাকিদের অন্য ধর্মে ধর্মান্তরিত করার কথা বলতে শুরু করে। যা কার্যত নস্যাৎ করে দেন পড়ুয়ার মা। তাঁর ছেলে এই ধরনের কাজ করতে পারে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
ওই স্কুলের ভিডিয়ো ভাইরাল হলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানানো হয় আমরোহার মুসলিম সম্প্রদায়ের তরফে জেলাশাসককে। এরপরই শিক্ষা দফতরের তরফে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের স্বার্থেই ওই কমিটি গঠে শিক্ষা দফতর।