Suicide (Representational Image) (Photo Credit: X)

কানপুর, ১১ অক্টোবর: এবার হস্টেল (Hostel) থেকে উদ্ধার হল এক পড়ুয়ার মৃতদেহ। এবার কানপুর (Kanpur) আইআইটির হস্টেল থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে গত এক বছরে পরপর ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রগতি খাইরা নামের পড়ুয়া কানপুর আইআইটি থেকে পিএইচডি করছিলেন বলে খবর। বিশ্ব পরিবেশ বিজ্ঞানের উপর প্রগতি খাইরা পিএইচডি করছিলেন। হস্টেলের ঘরে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ওই পড়ুয়া নিজের জীবন শেষ করে দেন বলে পুলিশ সূত্রে খবর।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রগতি খাইরা যে দড়ি সিলিং ফ্যানের সঙ্গে লাগিয়ে আত্মহত্যা করেন, তা তিনি অনলাইনে কিনে আনেন। অনলাইনে দড়়ি আসার পরপরই প্রগতি খাইরা আত্মহত্যা করেন বলে খবর। যে প্যাকেটে  করে দড়ি আনেন প্রগতি, তা তাঁর ঘরের এক কোণায় পড়ে থাকতে দেখে পুলিশ।

শুক্রবার সকালে প্রগতি ক্লাস করতে যাননি। ফলে তাঁর বন্ধুরা একাধিকবার তাঁর মোবাইল ফোনে কল করেন। প্রগতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু কোনওভাবেই প্রগতির সঙ্গে যোগাযোগ করা যয়ানি। এরপর হস্টেলে তাঁর ঘর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দরজা খুলে প্রগতির মৃতদেহ উদ্ধার করে। সেই সঙ্গে উদ্ধার করা হয় একটি চিঠিও। কেন প্রগতি এই পদক্ষেপ করলেন, সে বিষয়ে কিছু জানানি। কাউকে দোষারোপও তিনি করেননি।