বরেলি, ১৫ মার্চঃ জেলের ভিতর বসে ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়ো করছে এক অভিযুক্ত। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'স্বর্গে রয়েছি। স্বর্গে মজা করছি। শীঘ্রই ফিরছি'। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি সেন্ট্রাল জেলের (Bareilly Central Jail) মধ্যে খুনের অভিযোগে অভিযুক্তের সেই ইনস্টাগ্রাম লাইভ ভিডিয়ো হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলের ভিতরে অভিযুক্তের কাছে ফোন কীভাবে পৌঁছল, এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম আসিফ। ২০১৯ সালের ২ ডিসেম্বর শাহজাহানপুরের সদর বাজার থানা এলাকায় প্রকাশ্য দিবালোকে এক সরকারি কর্মচারিকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে আসিফের বিরুদ্ধে। এই ঘটনায় আসিফের সঙ্গে রাহুল চৌধুরী নামে আরও একজন জড়িত। সেও বরেলি সেন্ট্রাল জেলে হাজতবাস করছে।
সরকারি কর্মীকে খুনের অভিযোগে অভিযুক্ত আসিফের ইনস্টাগ্রাম লাইভের ২ মিনিটের ওই ভিডিয়োটিতে খোশমেজাজে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'স্বর্গে রয়েছে স্বর্গে। দারুণ উপভোগ করছি। শিরগিরি ফিরছি। চিন্তা করার কোন দরকার নেই। সকলের আশীর্বাদ রয়েছে আমার সঙ্গে'।
দেখুন অভিযুক্তের লাইভ ভিডিয়োটি...
रामराज्य हैं
उत्तर प्रदेश बरेली जेल में बन्द जेल में बंद आरोपी का वीडियो वायरल PWD ठेकेदार हत्याकांड का आरोपी जेल में है बंद जेल में बंद आरोपी का लाइव वीडियो चैट वायरल,, pic.twitter.com/8yZOg1m2xK
— Mαɳιʂԋ Kυɱαɾ αԃʋσƈαƚҽ 🇮🇳🇮🇳 (@Manishkumarttp) March 14, 2024
সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই মৃত সরকারি কর্মচারী রাকেশ যাবদের ভাই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি এও অভিযোগ তুলেছেন, জেলের মধ্যে অভিযুক্ত আসিফকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।