বুদাউন, ২৯ জুনঃ মন্দির প্রাঙ্গণে (Temple Premises) বসে নমাজ (Namaz) পড়ার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরাল হতেই ক্রোধে ফেটে পড়েছে বিভিন্ন হিন্দু গোষ্ঠী।
ঘটনাটি ২৮ জুন, শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুদাউন জেলায় দাতাগঞ্জ থানার অন্তর্গত পাপড় গ্রামে ঘটেছে। এলাকার একটি ব্রহ্মদেব মন্দির প্রাঙ্গণে বসে নমাজ পড়তে দেখা গিয়েছে এক বয়স্ক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর ওই মুসলিম বৃদ্ধের নাম আলি মোহাম্মদ (৬০)। ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
মন্দির প্রাঙ্গণে নমাজ পড়ছেন বৃদ্ধ
उत्तर प्रदेश –
बदायूं जिले के ब्रह्मदेव मंदिर परिसर में नमाज पढ़ने के आरोप में पुलिस ने अली मोहम्मद पर FIR दर्ज की है। हालांकि पुलिस जांच में पता चला है कि अली पिछले 25–30 वर्षों से मंदिर में रहकर साफ–सफाई करता है और गायों को चारा डालता है।@Asifansari9410 pic.twitter.com/aqHSkHRsPy
— Sachin Gupta (@SachinGuptaUP) June 29, 2025
পুলিশ সূত্রে খবর, ওই গ্রামেরই বাসিন্দা আলি। গত ২৫-৩০ বছর ধরে ওই মন্দির দেখাশোনার কাজের সঙ্গে যুক্ত তিনি। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা, গরুদের খেতে দেওয়া তাঁদের দেখভাল করে আসছেন তিনি। পুলিশ জানাচ্ছে, এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। এর ফলে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সচেতনতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে।