Representational Image (Photo Credit: File Photo)

লখনইউ, ২১ নভেম্বর:  প্রাক্তন প্রেমিকাকে খুনের পর তাঁর দেহ ৬ টুকরো করল উত্তরপ্রদেশের প্রিন্স যাদব। দিল্লির পর এবার যোগী রাজ্যের ঘটনায় কার্যত চমকে উঠতে শুরু করেছে মানুষ। রিপোর্টে প্রকাশ, প্রিন্স নিজের প্রাক্তন প্রেমিকাকে খুন করে, তাঁর দেহ ৬ টুকরো করে, তা নর্দমায় ফেলে দেয়। ঘটনা জানাজানি হতেই, পুলিশের চোখে ধুলো দিয়ে প্রিন্স পালানোর চেষ্টা করে। দেশি পিস্তল নিয়ে পুলিশের উপর হামলা চালায় প্রিন্স। তবে শেষরক্ষা হয়নি। প্রিন্সকে আটক করে পুলিশ।

রিপোর্টে প্রকাশ, গত ১৫ নভেম্বর উত্তরপ্রদেশে একটি নারকীয় ঘটনা প্রকাশ্যে আসে। আজমগড়ের পশ্চিমি গ্রামের একটি কুয়োয় সন্দেহজনক কিছু চোখে পড়ে স্থানীয়দের। এরপর খোঁজ করতেই পলিথিনে মোড়া মৃতদেহ উঠে আসে। মৃতের নাম আরাধনা নামে সনাক্ত করেন বাড়ির লোক। এরপর পুলিশ তদন্ত করতেই প্রিন্সের বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা যায়, প্রিন্সের সঙ্গে বিচ্ছেদের পর আরাধনার অন্যত্র বিয়ে হয়। যা মেনে নিতে পারেনি প্রিন্স। সম্প্রতি প্রিন্স শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এলে, তক্কে তক্কে থেকে প্রিন্স তাঁকে খুন করে। ভাই সর্বেশ এবং পরিবারের সদস্যদের সাহায্যে আরাধনাকে খুন করে পালিয়ে যায় প্রিন্স। আরাধনা গত ৯ নভেম্বর বাপের বাড়িতে এসে, স্থানীয় একটি মন্দিরে গেলে, সেখান থেকে প্রিন্স আরাধনাকে আপহরণ করে। এরপর হাত, পা বেধে, শ্বাসরোধ করে খুন করে। খুনের পর আরাধনার দেহ ৬ টুকরো করে পলিথিনে ভরে তা কুঁয়োয় ফেলে দেয় প্রিন্স। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি দিল্লিতে আফতাব পুনাওয়ালা তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকরকে খুনের পর ৩৫ টুকরো করে। যা প্রকাশ্যে আসতেই উত্তাল গোটা দেশ।