লখনউ, ৮ ডিসেম্বর: মুখে গোবর পড়ে, গন্ধে দম বন্ধ হয়ে মৃত্যু হল ৬ মাসের শিশুর (Infant) । এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশে (Uttar Pradesh) । যেখানে ৬ মাসের এক শিশুর মুখে মহিষের গোবরের (Cow Dung) ছিটে লাগলে, দম বন্ধ হয়ে যায় তার। মাহোবা জেলার ওই খুদেকে অসুস্থ অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির পর দম আটকে মৃত্যু হয় ৬ মাসের ওই শিশু পুত্রের। জানা যায়, মাহোবা জেলায় বাড়ির উঠোনে শোয়ানো ছিল ৬ মাসের এক শিশু। উঠোনে ওই খুদের শোয়ার জায়গা থেকে কেয়ক ফুট দূরে বাঁধা ছিল সে বাড়ির পোষ্য। মহিষের মল ত্যাগ করলে, তা ওই শিশুর মুখে এসে লাগে। কোনও কান্নাকাটি না করায়, তাও বুঝতে পারেননি। প্রায় আধ ঘণ্টা পর ওই শিশুর মায়ের চোখে বিষয়টি পড়লে, তিনি দেখে খুদের কোনও সাড় নেই।
আরও পড়ুন: Chilli Gang Nabbed: চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে চুরি, ছিনতাই, গ্রেফতার 'চিলি গ্যাং'
প্রায় শব্দহীন হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই খুদেকে। সঙ্গে সঙ্গে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ। হাসপাতালে ভর্তির পরপরই ওই শিশুর মৃত্যু হয় বলে খবর।
মৃত্যুর পর ৬ মাসের শিশুর ময়নাতদন্ত করায়নি পরিবার। মৃত্যুর পরপরই বাড়ির লোক ওই শিশুর শেষকৃত্য সম্পন্ন করে। ঘটনার জেরে প্রায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।