
Uttar Pradesh Horrific Accident: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুর-বারাণসী জাতীয় সড়কে। এসইউভি গাড়ির সঙ্গে বাইকের জোর সংঘর্ষে ছিটকে পড়ে মৃত্যু হল চার বন্ধুর। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী নেটবাসী। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চার বন্ধু বসে রয়েছেন বাইকে। কারুর মাথায় নেই হেলমেট। জাতীয় সড়কের উপর দিয়ে সজোরে ছুটছে বাইক। এমন সময়ে সামনে থেকে একটি SUV গাড়িও দ্রুত গতিতে ধেয়ে আসছিল। মুখোমুখি সজোরে ধাক্কা লাগে বাইক এবং এসইউভির। বাইক এবং গাড়ি দুটির গতিই ভীষণ থাকায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বাইক থেকে ছিটকে হাওয়ায় উড়ে সড়কের উপর আছড়ে পড়েন দুই বন্ধু। বাকি দুজনকে কিছুটা দূর পর্যন্ত ঘষটাতে ঘষটাতে নিয়ে গিয়েছে SUV। প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে থেমেছে গাড়ি। চারজনেই মারা গিয়েছেন।
দুর্ঘটনার সাংঘাতিক সিসিটিভি ফুটেজ দেখুনঃ
Horrific #RoadAccident , 4 youth died, after speeding two-wheeler was hit by a #speeding car on Gorakhpur-Varanasi National Highway under #Barhalganj police station limits in #Gorakhpur district, #UttarPradesh caught in #CCTV.
The bike and the car were significantly damaged. pic.twitter.com/euFU3QZ5WO
— indtoday (@ind2day) June 1, 2025
জানা যাচ্ছে, নিহত চারজন হলেন রাহুল, অরবিন্দ, সুনীল এবং প্রদীপ। রবিবার, ১ জুন সকাল ৯:৫০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা চারজনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে প্রদীপ, সুনীল এবং অরবিন্দকে মৃত ঘোষণা করা হয়। রাহুলকে জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে এসইউভি চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন। অভিযুক্ত চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।