যোগী আদিত্যনাথ (Photo Credit: ANI)

অযোধ্যা, ৩১ ডিসেম্বর: অযোধ্যায় ( Ayodhya) মসজিদ (Mosque) নির্মাণের সম্ভাব্য জমি চিহ্নিত করল উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh government)। জানা যাচ্ছে, মির্জাপুর, সমসুদ্দিনপুর এবং চাঁদপুরে পাঁচটি প্লট চিহ্নিত করা হয়েছে। পাঁচকোসি পরিক্রমার (panchkosi parikrama) বাইরের ১৫ কিমি পরিধির মধ্যে এই পাঁচটি স্থান চিহ্নিত করা হয়েছে। এই স্থানগুলি পবিত্র বলে বিবেচিত হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী মন্দির নির্মাণ ও অন্য বিষয় দেখার জন্য ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। সেই ট্রাস্টি বোর্ড গঠন হলেই সরকার সুন্নি ওয়াকফ বোর্ডকে (Sunni Waqf Board) এই প্লটগুলিতে মসজিদ নির্মাণের প্রস্তাব দেবে।

সূত্রের খবর, যে পাঁচটি প্লট বাছা হয়েছে, সেগুলি অযোধ্যার কাছ দিয়ে যাওয়া জাতীয় সড়কের ধারে। ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ছাড়পত্রের জন্য আবেদন পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, মসজিদ নির্মাণের জন্য চিহ্নিত করা জায়গাগুলির মধ্যে একটি অযোধ্যা-ফৈজাবাদ রোডে অবস্থিত। একটি অবস্থিত অযোধ্যা-বাস্তি রোডে। একটি অবস্থিত যথাক্রমে অযোধ্যা-সুলতানপুর রোডে। বাকি দুটি অবস্থিত অযোধ্যা-গোরখপুর রোডে। জানা যাচ্ছে, জাতীয় সড়কের কাছাকাছি হওয়াতে মসজিদে আসা-যাওয়ায় কোনও সমস্যা হবে না। আরও পড়ুন:  Ban Popular Front Of India: সিএএ বিরোধী হিংসার মদতদাতা পিএফআই-কে নিষিদ্ধ করা হোক, স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ যোগীর রাজ্যের ডিজিপি-র

গত ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য বিকল্প হিসেবে ৫ একর জমির কথা বলা হয়েছে। অযোধ্যার রায়ের পর ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে। যদিও সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট