UP constable husband suicide (Photo Credit: X@PTI_News)

উত্তরপ্রদেশের বুলন্দশহরে (Bulandshahr) পুলিশ লাইনের কোয়ার্টারে স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মহিলা কনস্টেবলের স্বামী । পুলিশ দরজা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ সুপার (শহর) শঙ্কর প্রসাদ (Superintendent of Police -City Shankar Prasad) জানিয়েছেন, রিজার্ভ পুলিশ লাইনে কর্মরত মহিলা কনস্টেবল আংশুর সঙ্গে অনুজের বিয়ে হয়েছিল। নগর কোতোয়ালি এলাকায় অবস্থিত পুলিশ লাইনের সরকারি বাসভবনে বসবাসকারী ওই মহিলা কনস্টেবল  কাজ করতেন আদালতের সমন সেলে।  তার স্বামী অনুজ কুমার (৩৫) মিরাটে একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতেন। তিনি মদ্যপানে আসক্ত ছিলেন।আংশু তার মদ্যপানের বিরোধিতা করতেন। এ নিয়ে রবিবার দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। এর পর অনুজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ তিনি না ফিরলে অংশুসহ পরিবারের অন্য সদস্যরা দরজা খোলার চেষ্টা করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তিনি। পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে ঝুলন্ত অবস্থায় অনুজের লাশ পাওয়া যায়।ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে।

অ্যাডিশনাল পুলিশ সুপার রিজুল কুমার (Addn Police Super Rijul Kumar) জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরেই আত্মহত্যা করেছেন অনুজ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।