প্রয়াগরাজ, ৩০ জুন: নিহত গ্যাংস্টার আতিক আহমেদের কাছ থেকে বাজেয়াপ্ত করা জমিতে ফ্ল্যাট নির্মাণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজে গ্যাংস্টারের কাছ থেকে জমি বাজেয়াপ্ত করে সেখানে ফ্ল্যাট নির্মাণ করে তা গরবীদের মধ্যে বিলি করার সিদ্ধান্ত নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আতিক আহমেদের কাছ থেকে বাজেয়াপ্ত করা জমিতে যে ফ্ল্যাট গড়ে উঠেছে, প্রথম ধাপে সেখান থেকে ৭৬টি ঘরের চাবি আজ হস্তান্তর করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath to hand over flats for the poor, built on land confiscated from slain gangster-turned-politician Atiq Ahmed, in Prayagraj shortly.
The CM will handover the keys of 76 of these flats. pic.twitter.com/kaykIUaLSA
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 30, 2023
সম্প্রতি আতিক আহমেদ এবং তার ভাইকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনেই আতিক এবং তার ভাইকে মাথায় গুলি করা হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।
আতিক আহমেদের খুনের পর তার স্ত্রী এবং নিহত গ্যাংস্টারের ডান হাতের খোঁজে শুরু হয় তল্লাশি। যদিও তাদের খোঁজ এখনও মেলেনি। তবে আতিক আহমেদ খুনের পর তার একটি অফিস ভেঙে দেওয়া হয়। যে অফিসের ভিতর থেকে ছুরি, রক্তমাখা কাপড়ও উদ্ধার করে পুলিশ। যে খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে শুরু হয় জোর কদমে তদন্ত।