আগামিকাল, সোমবার তাঁর রাজ্যের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে সেলফি মুডে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যার রামকথা পার্কে রকাম মন্দিরের আদলে তৈরি বালির ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সেলফি তুললেন যোগী আদিত্যনাথ। বালির এই ভাস্কর্যটি তৈরি করেছেন ওডিশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। রাম মন্দিরকে ঘিরে হাজারো প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝে হাল্কা মুডে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী যোগীকে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath takes a selfie with a sand sculpture depicting Lord Ram and the Ram temple at Ram Katha Park in Ayodhya, Uttar Pradesh pic.twitter.com/hR2BnJMigZ
— ANI (@ANI) January 21, 2024