ত্রিবেণী সঙ্গমে যোগী (ছবিঃX@IANS)

নয়াদিল্লিঃ মহা শিবরাত্রির(Maha Shivratri 2025) দিন শেষ হয়েছে ৪৫ দিনব্যাপী মহাকুম্ভ মেলা(Mahakumbh Mela 2025)। পরিসংখ্যান বলছে, বিগত ৪৫ দিনে মোট ১৪০ কোটি মানুষ ডুব দিয়েছেন পবিত্র ত্রিবেণী সঙ্গমে। এত মানুষ স্নান করার ফলে স্বাভাবিকভাবেই দূষিত হয়েছে সঙ্গমের জল। এবার সঙ্গমের জল বিশুদ্ধ করতে ও পরিবেশ রক্ষার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে যোগী সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই সঙ্গমে শুরু গিয়ে গিয়েছে সাফাই অভিযান। সাফাইকাজে হাত লাগিয়েছেন প্রায় ১৫ হাজার কর্মী। সঙ্গম ঘাট থেকে নদী সর্বত্র চলছে সাফাই অভিযান। নদী থেকে তোলা হচ্ছে বর্জ্য।

বোটে চেপে সঙ্গমের পরিস্থিতি খতিয়ে দেখলেন যোগী

দাঁড়িয়ে থেকে সমস্ত দিক খতিয়ে দেখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বোটে চেপে সঙ্গমের পরিস্থিতি ঘুরে দেখেন যোগী। ১৫ হাজার কর্মী দিয়ে এই ধরনের বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান আগে দেখেনি প্রয়াগরাজ। । রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মহাকুম্ভের মূল উদ্দেশ্য হল ‘স্বচ্ছতা’, এবং মেলার পরিবেশকে স্বাস্থ্যসম্মত রাখতেই এই উদ্যোগ। মোট ১২ টি জোনে মেলা প্রাঙ্গণকে ভাগ করে চলছে সাফাই অভিযান। এই বৃহৎ সাফাই অভিযানের মাধ্যমে বিশ্ব রেকর্ড করতে পারে যোগীর উত্তরপ্রদেশ।

কুম্ভ শেষে সঙ্গমে বৃহৎ সাফাই অভিযান, বোটে চেপে পরিস্থিতি পরিদর্শন যোগীর