Photo Credits: ANI

গোরক্ষপুর, ১৬ জানুয়ারি: মন্দিরের দেওয়ালে পদ্ম এঁকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন যোগী আদিত্যনাথ। তাঁর নিজের গড় গোরক্ষপুরের শ্রী বিশ্বকর্মা পঞ্চায়েত মন্দিরের দেওয়ালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লিখলেন, এবারও মোদী সরকার, এবার ৪০০ পাড়। এদিনই আবার অযোধ্যা রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠার উপাচার শুরু হল। মন্দিরে দেওয়াল লিখন করে প্রচার শুরু করে যোগী ঠিক কী বার্তা দিলেন, সেটা নিয়ে আলাদা করে আলোচনার প্রয়োজন পড়ে না। তবে যোগী আদিত্যনাথ সাফ বললেন, নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞও আমাদের প্রচারের বড় ইস্য়ু থাকছে।  রাম মন্দিরের উদ্বোধন মিটে গেলেই উত্তরপ্রদেশ জুড়ে প্রচারের সুনামি তুলবে বিজেপি। সে কথাও ইউপি বিজেপির নেতারা জানালেন। গত দুটি লোকসভা নির্বাচনের থেকে এবার ইউপিতে বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার ধারেভারে অনেক বড় হতে চলেছে বলে শোনা যাচ্ছে।

গোটা দেশ এখন তাকিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যার দিকে। সেখানে রাম মন্দির প্রাক উদ্বোধনের বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকবেন দেশের তাবড় তাবড় সেলেবরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখন ব্যস্ত রাম মন্দিরের উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে। এরই মাঝে ভোট প্রচারের কাজে নেমে পড়লেন যোগী।

দেখুন ছবিতে

এদিন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী যোগী। যোগী দেওয়ালে লিখলেন, "আবারও মোদী সরকার, এবার ৪০০ পাড়।" উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসন আছে। গত দুবার লোকসভা নির্বাচনে বিজেপির অনায়াসে জয়ের পিছনে যোগী রাজ্যের বড় ভূমিকা আছে। যোগী আদিত্যনাথের দাবি এবার ইউপি-র সব কটা আসনেই বিজেপি প্রার্থীরা জিততে পারে। চলতি মাসের শেষের দিকে উত্তরপ্রদেশের কিছু আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি।

অযোধ্যায় রাম মন্দিরের স্বপ্নপূরণ হওয়াটা ভোট প্রচারে কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির। তবে বিরোধীদের দাবি, ঠিকমত প্রার্থী দেওয়া গেলে ইউপি-তে এবার বিজেপিকে ধাক্কা দেওয়া যাবে। বিজেপির কাছে সুখবর ইন্ডিয়া জোটে যোগ না দিয়ে মায়াবতী একা লড়ছেন। আসন রপা চলছে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সঙ্গে। যদিও মায়াবতী-অখিলেশ যাদব গত লোকসভা ভোটে জোট করে আদপে বিজেপির সুবিধা হয়ে গিয়েছিল।