Representational Image, Photo Credit: File Image

মীরাট, ৬ জুলাই: বান্ধবী অন্তঃসত্ত্বা, এই কথা জানার পর তাঁকে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মীরাটে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুনের অভিযোগ ওঠে প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত আদেশকে গ্রেফতার করেছে। আদেশের পাশাপাশি তার ৪ বন্ধুকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ৪ বন্ধুর সঙ্গে একযোগে প্রেমিকা রামবিরিকে খুন করে আদেশ।

রিপোর্টে প্রকাশ, ২০১৫ সালে রামবিরির বিয়ে হয়। বিয়ের এক বছেরর মধ্যে স্বামীর সঙ্গে রামবিরির বিচ্ছেদ হয়ে যায়। সেই থেকে বাবা-মায়ের কাছেই থাকতেন রামবিরি। বিচ্ছেদের পর হঠাৎ আদেশের সঙ্গে সম্পর্কে জড়ান রামবিরি। সম্প্রতি অন্তঃসত্ত্বা হলে, আদেশ যাতে তাঁকে বিয়ে করেন, তার জন্য বারবার চাপ প্রয়োগ করেন রামবিরি। প্রেমিকা অন্তঃত্ত্বা এবং বিয়ের জন্য চাপ দিচ্ছেন ক্রমাগত, সহ্য করতে না পেরে রামবিরিকে খুনের পরিকল্পনা করে আদেশ।

গত ২ জুলাই রামবিরিকে নিজের বাড়িতে ডাকে আদেশ। এরপর ৪ বন্ধুর সঙ্গে রামবিরিকে খুন করে আদেশ নামের ওই যুবক। ইঁট, পাথর দিয়ে থেঁতলে খুন করা হয় রামবিরিকে। এরপর রামবিরির থেঁতলানো দেহ রেখে পালিয়ে যায় আদেশ এবং তার ৪ বন্ধু।

মেয়েকে খুঁজে না পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রামবিরির পরিবার। অন্তঃসত্ত্বা রামবিরির মৃতদেহ উদ্ধারের পর আদেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। এরপর পুলিশ আদেশ এবং তার ৪ বন্ধুকে গ্রেফতার করে। গ্রেফতারির পর পুলিশি জেরার মুখে খুনের ঘটনা স্বীকার করে আদেশ এবং তার ৪ বন্ধু।