উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বহরাইচে (Bahraich) নেকড়ের আতঙ্কে সিঁটিয়ে রয়েছে গ্রামবাসী। মানুষখেকো নেকড়ের হামলায় (Wolf Attack) বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত ৮ জনের প্রাণ কেড়েছিল নেকড়ে। এবার সেই সংখ্যা বেড়ে হল ৯। বন দফতর সূত্রে খবর, সোমবার সাত সকালে দুই বছরের একটি শিশু কন্যার উপর হামলা করে নেকড়ে। মৃত্যু হয়েছে তার। বেড়েছে নেকড়ের কামড়ে আহতের সংখ্যাও। আহতের সংখ্যা ২২ বলে জানা যাচ্ছে। এখনও অবধি বহরাইচ থেকে চারটি নেকড়ে ধরতে পেরেছে বন দফতর। বাকি রয়েছে আরও দুটি। ফলে যতক্ষণ না ওই দুই নেকড়ে ধরা পড়ছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না স্থানীয়রা। আতঙ্কে দিন কাটছে তাঁদের। স্থানীয় এলাকায় মানুষখেকো নেকড়ের উপদ্রপ গ্রামবাসীর রাতের ঘুম কেড়েছে।
বন দফতর সূত্রে খবর, প্রথমে তাঁরা নিশ্চিত ছিল না এলাকায় কয়টি নেকড়ে ঘুরছে। সংখ্যাটা একটি নাকি একাধিক। নেকড়ে (Wolf) ধরার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়। নেকড়ে ধরতে 'অপারেশন নেকড়ে' অভিযানে নামে তাঁরা। ধীরে ধীরে বন বিভাগের কাছে স্পষ্ট হয়, একদল নেকড়ে ঘুরে বেরাচ্ছে এলাকায়। দলে ছিল ছয়টি সঙ্গী। তাঁদের মধ্যে চারটি ইতিমধ্যেই ধরা পড়েছে। তবে এখনও অধরা ২। বাকি দুই নেকড়েকে ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বন বিভাগ। ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। শীঘ্রই ওই দুটিকে ধরে বহরাইচকে নেকড়েমুক্ত করার আশ্বাস দিয়েছে বন দফতরের কর্মকর্তারা।
এলাকায় নেকড়ে আতঙ্ক থেকে গ্রামবাসীকে সতর্ক করে বহরাইচের জেলা প্রসাশক মনীকা রানি বলেন, এই পরিস্থিতিতে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। বাড়ির দরজা জানালা বন্ধ রাখার পরামর্শও দিয়েছেন তিনি। তিনি এও আশ্বস্ত করেন, অধরা দুই নেকড়েকে আগামী দু-এক দিনের মধ্যেই ধরে ফেলার যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। ক্রমাগত টহল দিচ্ছে বন কর্মীরা।