নয়াদিল্লিঃ ৬ বছরের শিশুকে ধর্ষণের ছচেষ্টা। সঠিক মুহূর্তে এসে শিশুকে রক্ষা করল বাঁদরের দল। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাগপতে। জানা গিয়েছে, ছয় বছরের শিশুটি বাড়ির সামনে একাই খেলছিল। এমন সোময় তাকে চকোলেটের লোভ দেখিয়ে তুলে নিয়ে যায় এক ব্যাক্তি। প্রথমে একটি মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয় তাকে। তারপর একটি নির্জন পরিত্য়ক্ত জায়গায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যাক্তি। জামাকাপড় খুলে উলঙ্গ করার চেষ্টা করা হয় তাকে। সেই সময় ঘটনাস্থলে হাজির হয় 'বানর সেনা।' দাঁত মুখ খিঁচিয়ে অভিযুক্তের দিকে তেড়ে যায় বাঁদরের দল। ভয় পেয়ে শিশুটিকে ফেলে রেখে পালায় অভিযুক্ত। এরপর তাকে উদ্ধার করে তার পরিবারের লোক। সবটা বাবা-মাকে খুলে বলে শিশু। এরপরই পুলিশের দ্বারস্থ হয় শিশুর পরিবার। শিশুর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
৬ বছরের শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচাল বাঁদরের দল
A troop of monkeys purportedly intervened to save a 6-year-old girl, a UKG student, from a rape attempt in Baghpat.
Know more 🔗 https://t.co/UIdMYNEArp pic.twitter.com/OIEBcocORu
— The Times Of India (@timesofindia) September 23, 2024