Scissor (Photo Credits: Pixabay)

লখনউ, ২৫ জানুয়ারিঃ বছর সাতের এক শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন। দুদিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল শিশুর ক্ষতবিক্ষত দেহ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপত জেলায় শিশু খুনের বিস্ফোরক অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎই আফজাল নামের ওই শিশু নিখোঁজ হয়ে যায়। এদিন সকাল ১০টা নাগাদ শিশুটিকে শেষবার দেখা গিয়েছিল তারই প্রতিবেশী শাভেজের (১৯) সঙ্গে। কিন্তু রাত হয়ে যাওয়ায় ঘরের সন্তান ঘরে ফিরে না আসায় দুশ্চিন্তা শুরু হয় পরিবারের। শুক্রবার শিশুটির পরিবার পুলিশের দারস্ত হয়। সন্তানের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁরা। এরপরেই তৎপরতার সঙ্গে আফজালের খোঁজ শুরু করে পুলিশের দল। নিখোঁজ শিশুর পরিবারের অভিযোগ, শাভেজ তাদের সন্তানকে অপহরণ করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরার সময় নিজের অপরাধ স্বীকার করেন তিনি। জানান, একরত্তি আফজালকে তিনিই হত্যা করেছেন।

ধৃত প্রতিবেশীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আদমপুর গ্রামের একটি জঙ্গল সংলগ্ন আখ ক্ষেত থেকে পুলিশ উদ্ধার করে নিহত শিশুর দেহ। অপরাধে ব্যবহৃত কাঁচিটিও উদ্ধার করা গিয়েছে। পুলিশ জানাচ্ছে, ধৃত অভিযুক্ত একজন মাদকাসক্ত। তবে শিশুটিকে হত্যা করার পিছনে তাঁর আসলে কী উদ্দেশ্য ছিল সেই সম্পর্কে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি। তবে তদন্ত জারি রেখেছে পুলিশ।