হাপুর,৩০ সেপ্টেম্বরঃ পুরুষের যৌন লালসার শিকার হওয়া থেকে পাঁচ মাসের শিশুকন্যা থেকে পঞ্চাশ বছরের বৃদ্ধা রক্ষা পায় না কেউই। তবে কখনও কখনও পুরুষের যৌন খিদের শিকার হতে হয় একজন পুরুষকেও। যোগীরাজ্যে পাঁচ বছরের এক বালককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর জেলায় গত ১৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। তবে নির্যাতিত বালক প্রাণের হয় কাউকে কিছু জানায়নি।
ঘটনার কিছু দিন পরে আচমকাই নির্যাতিতর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শরীরের ক্ষত কোথা থেকে এবন কীভাবে হয়েছে তা পরিবার জোর দিয়ে জানতে চাইলে পুরো ঘটনাটা জানায় ওই খুদে। এরপরেই পুলিশের দারস্ত হয় বাবা-মা। অভিযুক্ত আর্শ এবং জুনায়েদের বিরুদ্ধে থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁরা।
বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানাচ্ছে, ওই একরত্তি বালককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল অভিযুক্তরা। বাড়ি থেকে কিছুটা দূরে একটি খামারে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুরু তাই নয়, ওই খামারে ছাগল চড়াতে আসা দুই যুবক রিজওয়ান ও আলফেজ গোটা গণধর্ষণের ঘটনাটি রেকর্ড করেন। যা পরবর্তীকালে তাঁরা ইন্টারনেটে ছড়িয়ে দেন।
নির্যাতিত শিশুর পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 140-4 (অপহরণ), 351-2 (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং 352 (ইচ্ছাকৃত আক্রমণ) ধারায় মামলা রজু হয়েছে। হাপুর পুলিশের এক কর্মকর্তা জানাচ্ছেন, 'ছেলেটির পরিবার চারজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য কয়েকটি দল গঠন করা হয়েছে। শীঘ্রই তাদের করা হবে'।