শামলি, ৯ এপ্রিল: ফের করোনার টিকা (COVID-19) নিয়ে গেরো। করোনার প্রতিষেধক দিতে গিয়ে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হল ৩ জন মহিলাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। সরকারি হাসপাতাল থেকেই উঠে এল এমন গাফিলতির অভিযোগ। যে তিনজন মহিলাদের ভুলবশতঃ জলাতঙ্কের টিকা দিয়ে দেওয়া হয় প্রত্যেকেই ষাটোর্ধ্ব।
কাধলার একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধক নিতে গিয়েছিলেন ৭০ বছর বয়সী সরোজ, ৭২-র অনরকলি এবং ৬০ বছর বয়সী সত্যবতী। ভ্যাকসিন নেওয়া হয়ে জোয়ার পর তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয় জলাতঙ্কের টিকার স্লিপ। যা আতঙ্কিত হয়ে পড়েন তিন বৃদ্ধা এবং তাঁদের পরিবার। হাসপাতালের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। আরও পড়ুন, করোনাকালে মাস্ক না পরলেই ১ হাজার টাকা জরিমানা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নির্দেশ
সরোজ দেবীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। টিকা নেওয়ার পর পরই বমি বমি ভাব হতে থাকে। তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রধান মেডিক্যাল অফিসারের নামে থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।