প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

পুদুচেরি, ১৯ মেঃ পুদুচেরি বিমানবন্দরে (Puducherry Airport) চেকিংয়ের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসককে আটকানো হল। তাঁকে উঠতে দেওয়া হল না বিমানে। স্যাটেলাইট ফোন (Satellite Phone) বহন করার অভিযোগ উঠেছে ওই মহিলা মার্কিন চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান (India Pakistan Tension) সম্পর্কের টানাপড়েনের জেরে জাতীয় নিরাপত্তা নিয়ে অনেক বেশি সচেতন হয়েছে ভারত সরকার। সীমান্ত এলাকার পাশাপাশি বিমানবন্দরগুলোতেও কড়া নিরাপত্তা রয়েছে। সন্দেহভাজন কোন কিছু চোখে পড়তেই আটক হচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ অমৃতসরের স্বর্ণমন্দিরে হামলার ছক কষেছিল পাকিস্তান, ছুঁড়েছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র, কীভাবে রক্ষা পেল? ব্যাখ্যা সেনা কর্তার

বিমানবন্দর সূত্রে খবর, সম্প্রতি পদুচেরিতে অরবিন্দ চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বছর ৩৭-এর র‍্যাচেল অ্যান স্কট নামের ওই মার্কিন চক্ষু চিকিৎসক। ফেরার সময়ে বিমানবন্দরে চেকিং চলাকালীন যাত্রীর কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন (Satellite Phone) উদ্ধার হয়েছে। এরপরেই যাত্রীকে আটকানো হয়। হায়দরাবাদগামী বিমানে উঠতে দেওয়া হয়নি চিকিৎসককে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। জানা যাচ্ছে, ওই স্যাটেলাইট ফোনটি ইরিডিয়াম দ্বারা নির্মিত।

জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হানা (Pahalgam Terrorist Attack) এবং পর্যটকদের খুন করার ঘটনায় বারবার উঠে এসেছে স্যাটেলাইট ফোনের প্রসঙ্গ। জাতীয় তদন্তকারী সংস্থা জানায়, হামলার আগে স্যাটেলাইট ফোনের মাধ্যমেই ভূ-স্বর্গে বিচরণ করা পাক জঙ্গিরা ওপারে বসে থাকা মাথাদের সঙ্গে যোগাযোগ রাখত। ধরা না পরার জন্যেই জঙ্গি কার্যকলাপে এই স্যাটেলাইট ফোন ব্যবহার হয়ে থাকে।