Golden Temple (Photo Credits: X)

অমৃতসর, ১৯ মেঃ পাঞ্জাবের অমৃতসরের (Amritsar) স্বর্ণমন্দিরে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। পাক সেনাবাহিনী তাঁদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্যে স্বর্ণমন্দিরকে (Golden Temple) লক্ষ্যবস্তু করেছিল। সেনাবাহিনীর এক কর্মকর্তা আজ সোমবার সামনে এনেছেন সেই তথ্য। কীভাবে রক্ষা পেল গোল্ডেন টেম্পল? তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

পহেলগামে (Pahalgam) পাক সন্ত্রাসী হামলা এবং সেই হামলায় ২৬ জন পর্যটককে খুনের ঘটনার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযান চালিয়েছিল ভারত। সেই অভিযানে ৬-৭ মে গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা (Indian Army)। সেই হামলার প্রতিশোধ স্বরূপ পরের দিন ৭-৮ মে গভীর রাতে অমৃতসরের স্বর্ণমন্দিরকে লক্ষ্যবস্তু করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল পাকিস্তান সেনা (Pakistan Army)। ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বন্দুকধারীরা স্বর্ণমন্দিরকে (Golden Temple) লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দক্ষতার সঙ্গে গুলি করে নামিয়েছে বলেই জানালেন ১৫তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি।

মেজর জেনারেল আরও বলেন, জঙ্গি ঘাঁটি ধ্বংসের জবাবে পাকিস্তান যে প্রত্যাঘাত করবে তা আগে থেকেই অনুমান করেছিল ভারত। পাক সেনাবাহিনীর কোনও বৈধ লক্ষ্যবস্তু নেই তাই তাঁরা ভারতীয় সামরিক ঘাঁটি, ধর্মীয় স্থান-সহ বসতি এলাকাকে লক্ষ্যবস্তু করবে সেই ধারণা করেছিল সেনাকর্তারা। ভারতের ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে স্বর্ণমন্দিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সেটিকে বিমানবাহিনীর প্রতিরক্ষা বলয় দিয়ে ঢেকে ফেলা হয়েছিল।

মেজর জেনারেলের সংযোজন, 'পাক হামলার জন্যে পুরোপুরি প্রস্তুত ছিলেন সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বন্দুকধারীরা। পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে দেখেই ফায়ারিং শুরু করে বন্দুকবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর স্বর্ণমন্দির হামলার ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পবিত্র স্বর্ণমন্দিরে একটি আঁচড়ও পড়তে দেয়নি ভারতীয় সেনারা'।

সোমবার সেনাবাহিনীর আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এল-৭০ বিমান প্রতিরক্ষা বন্দুক-সহ ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে অমৃতসরের স্বর্ণমন্দির এবং পাঞ্জাবের শহরগুলিকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ থেকে রক্ষা করেছিল তার একটি প্রদর্শনী প্রদর্শন করেছে।