নয়া দিল্লি, ২৪ ডিসেম্বর: করোনায় চিনের হাল ক্রমশ খারাপ হচ্ছে। কোভিড ছড়িয়ে পড়ছে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ডেও। আর তাই অতীতের কথা ভেবে ভারত সরকার কোমর বেঁধে নেমেছে। যদিও করোনা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য একেবারেই স্বস্তি দিচ্ছে। তবে মুম্বই ও দিল্লিতে করোনার নমুনা পরীক্ষায় RNA মেলায়, চিন্তা বাড়ছে। আর এরই মধ্যে দেশবাসীর কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়র আবেদন, মাস্ক পরার।
পাশাপাশি কোভিড বিধি মানা, দূরত্ব বিধি মেনে চলা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। দেশবাসীকে করোনা নিয়ে আতঙ্ক নয়, সাবধানতা মেনে নিতে চলতে বললেন মনসুখ। নিজে মুখে মাস্ক পরেই দেশবাসীকে মাস্ক পরার আবেদন জানান তিনি। আরও পড়ুন-বাংলায় করোনা পরিস্থিতি কেমন
দেখুন টুইট
We're working on alert mode to control the spread of Covid19; conducting environmental, sewage & human surveillance. Virus RNA found in sewage samples in Delhi&Mumbai.Urge people to wear masks,avoid crowded places&follow Covid appropriate behaviour: Union Health Min Dr Mandaviya pic.twitter.com/uQgHtKUAva
— ANI (@ANI) December 24, 2022
করোনা নিয়ে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্র। স্থানীয় স্তরে নজরদারি আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন তিনি।
এবার চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইল্যান্ড-এশিয়ার এই পাঁচটি দেশ থেকে আসা বিমানের সব যাত্রীদের করোনার RT-PCR নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হল। যদি এই পাঁচটা দেশের আসা বিমানের কোনও যাত্রীর করোনার উপসর্গ দেখা গেলে বা রিপোর্ট পজেটিভ এলে নিভৃতবাস বা কোয়ারেনটিনে থাকতে হবে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৩৯৭ জন। দৈনিক ও সাপ্তাহিক করোনা আক্রান্তের হার যথাক্রমে ০.১৫ ও ০.১৪ শতাংশ। বাড়ছে কোভিড টিকাদানের হার। গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৫ হাজার ৪৪জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।