Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ পরীক্ষায় (Examination) অসফল। ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী (Suicide) পাঁচ পড়ুয়া। মঙ্গলবার গোটা দিনে গোটা কর্ণাটক (Karnatak) জুড়ে আত্মহত্যায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সে রাজ্যে দ্বাদশ শ্রেণীর ফল সহ আরও কয়েকটি পরীক্ষার ফল প্রকাশ হয়। আর তাতেই অকৃতকার্য হওয়ায় এই চরম সিদ্ধান্ত নেয় তাঁরা। জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে পাঁচ পড়ুয়ার মৃত্যু হয়েছে। আত্মহত্যার কারণ একই।

পরীক্ষায় অসফল হওয়ায় আত্মহত্যা পড়ুয়ার

পুলিশ সূত্রে খবর, মাইসোর, বাল্লারি, দেবনাগারে, হাভেরি এই চার জেলা থেকে আত্মহত্যার খবর মিলেছে। মৃত্যু হয়েছে, মাইসুরুর ঐশ্বর সিরাগুপ্পার বিজয়লক্ষ্মীর ও আরও তিনজনের। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ। এভাবে পাঁচ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় নজর দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। কেন এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল তারা তা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফে।

পরীক্ষায় ফেল, ২৪ ঘণ্টায় আত্মঘাতী ৫ পড়ুয়া