S Jaishankar Speaks To Taliban Foreign Minister (Photo Credit: X)

Taliban Foreign Ministers: নয়া দিল্লিতে আফগান দূতাবাসে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ভারতের মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে। ভারত সরকারের সঙ্গে তালিবান প্রশাসকদের বিশেষ বৈঠক নিয়ে সাংবাদিক সম্মেলনে মহিলাদের কোনও প্রশ্নের জবাব দিতে চান না, তাই তাদের আফগান সাংবাদিক সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লিতে আফগান দূতাবাসে আয়োজিত তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি প্রশ্ন করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা থেকে মহুয়া মৈত্র-র মত বিরোধী সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই ইস্য়ুতে মোদী সরকারের কথা জানাতে জানতে চান।

কী লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা

এই ইস্যুতে কেরলের ওয়ানডের কংগ্রের সাংসদ প্রিয়াঙ্কা এক্স প্ল্যাটফর্মে লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, অনুগ্রহ করে ব্যাখ্যা করুন, ভারতে সফরে আসা তালিবান প্রতিনিধির সংবাদ সম্মেলন থেকে মহিলা সাংবাদিকদের সরিয়ে দেওয়ার ঘটনায় আপনার অবস্থান কী? যদি মহিলার অধিকার নিয়ে আপনার অবস্থান কেবল ভোটের সময়ে ‘সুবিধামতো ভান’ না হয়, তাহলে কীভাবে ভারতের সবচেয়ে দক্ষ মহিলা সাংবাদিকদের এই অপমান আমাদের দেশে ঘটতে পারল। এমন এক দেশে, যার মহিলারাই দেশের মেরুদণ্ড ও গৌরব।”

দেখুন খবরটি

রাহুলের তোপ

বোন প্রিয়াঙ্কার টুইটে জবাব দিয়ে সুর চড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা লেখেন, " মিস্টার মোদী, আপনি যখন প্রকাশ্য মঞ্চে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ায় সায় দেন, তখন আসলে দেশের প্রতিটি মহিলার সামনে আপনি বলেন তাদের মুখোমুখি হতে আপনি দুর্বল। আমাদের দেশে, সমাজের প্রতিটি ক্ষেত্রে মহিলারা সমান অংশগ্রহণের অধিকার রয়েছে।। নারী শক্তি নিয়ে আপনার স্লোগান যে ফাঁকা তা এই বিষয়ে আপনার মৌনতাই প্রমাণ করছে।"