ফাইল ফটো (Photo Credit: PTI)

Mann Ki Baat 107th Episode: ২৬ নভেম্বর। মুম্বইয়ে আজমল কাসভ বাহিনীর হামলায় রক্তাক্ত হওয়ার দিনটা দেশবাসী হয়তো কখনই ভুলতে পারেনি। সেই ২৬ নভেম্বর, মন কী বাত অনুষ্ঠানে এসে ২০০৮ সালে মুম্বই হামলার কথা মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ভারত কখনও ২৬/১১ জঙ্গি হামলার কথা ভুলতে পারবে না। মুম্বই হামলায় শহীদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তোপ দাগেন মোদী। প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাস হামলায় ৬ জন আমেরিকান সহ মোট ১৬৬ জন মারা যান। মুম্বইয়ের তাজ হোটেল, ত্রিডান্ট হোটেল, নরিমান হাউস থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে হামলায় চালিয়েছিল ১০ জন প্রশিক্ষিত পাক জঙ্গি। ৬০ ঘণ্টা ধরে জঙ্গিদের শেষ করতে লড়েছিল ভারতীয় সেনা।

'মন কী বাত' অনুষ্ঠানে আরও একবার ইউপিআই (UPI) পেমেন্টের হয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রেডিয়ো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, গত কয়েক মাসে দেশে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের সংখ্যা অনেকটা বেড়েছে। এবার আগামী কয়েকটা মাস ইউপিআই পেমেন্ট করে, দেশবাসীকে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে বললেন মোদী।

'মন কী বাত'-এর ১০৭ তম পর্বে বারাণসীর বর্ষা নামের এক মহিলার জৈব সার নিয়ে অসাধারণ কাজের প্রশংসা করলেন মোদী। 'মন কী বাত' অনুষ্ঠান দেশের প্রতিটি ঘরে রেডিয়োকে অনেক জনপ্রিয় করেছে বলেও প্রধানমন্ত্রী দাবি করেন। জল সংরক্ষণ থেকে 'ভোকাল ফর লোকাল', স্বচ্ছ ভারত অভিযান নিয়ে দেশবাসীকে সচেতনও করেন মোদী।

দেখুন মোদীর বার্তা

দেখুন মোদীর বার্তা

স্বচ্ছতা, দেশকে পরিষ্কার রাখাটা শুধু একদিন বা এক সপ্তাহের প্রচার নয়, বরং সারা জীবনের ব্রত হওয়া উচিত। এই কথা বলতে গিয়ে কোয়াম্বাটরের এক ব্যক্তির দৃষ্টান্তমূলক উদাহরণের কথা তুলে ধরেন মোদী। লাদাখের বিশেষ পোশাক 'লাদাখি পাশমিনা'গোটা বিশ্বের বাজারে নিয়ে গিয়েছে ভারত সরকার, এমন দাবিও তিনি 'মন কী বাত' অনুষ্ঠানে করলেন।