প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চরম বর্বরতার ছবি। জীবন্ত পুড়িয়ে (Fire) মারা হল এক মহিলাকে।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদে। জানা গিয়েছে, মৃতার নাম নিশা সিং। বয়স ৩৩। জাহানগঞ্জের দরিয়াগঞ্জের বাসিন্দা।গত ৬ সেপ্টেম্বর বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই এই ঘটনা ঘটে। অভিযোগ, গত কয়েকদিন ধরেই নিশাকে বিরক্ত করছিল দীপক নামে এক যুবক। এদিন যখন স্কুটারে চেপে নিশা ওষুধ নিয়ে ফিরছিলেন তখন তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে দীপক। কিন্তু তার সঙ্গে কথা বলতে চাননি নিশা। এই কারণেই রাস্তায় নিশাকে বেধড়ক মারধর করে দীপক। এরপর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই অবস্থাতেই পারবারিক চিকিৎসকের কাছে ছুটে যান নিশা। পরে তাঁকে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এরপরই দীপক ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিশার বাবা। তিনি জানান, বিয়ের আগে থেকেই নিশাকে নানাভাবে উত্যক্ত করত দীপক। এরপর ২০১৩ সালে জল্লাপুর গ্রামের বাসিন্দা অমিত সিং চৌহানের সঙ্গে বিয়ে হয় নিশার। অমিত কর্মসূত্রে দিল্লিতে থাকায় দুই সন্তানকে নিয়ে ফতেগড়ের নেকপুর চৌরাসিতে থাকতেন নিশা। দিন সন্ধ্যায় ওষুধ কিনতে বেরিয়েছিলেন তিনি। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়।

যোগী রাজ্যে চরম নৃশংসতা, কথা না বলায় মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারল যুবক