পিলিভিট, ৩১ অগাস্ট: রাতের খাবারে ঠান্ডা সবজি (Cold Veggies) পরিবেশন করায় স্ত্রীকে তিন তালাক (Triple Talaq) দিলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলিভিট জেলার (Pilibhit District) একটি গ্রামে। ওমরা নামের ওই মহিলা মুসলিম মহিলা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের অন্য তিন সদস্যের বিরুদ্ধে পুরানপুর (Puranpur) থানায় তিন তালাক আইনের অধীনে এফআইআর দায়ের করেছেন। এছাড়াও মহিলা গার্হস্থ্য হিংসা, মারধর ও অপমান করারও অভিযোগ করেছেন।
ওমরা জানিয়েছেন যে ২০২১ সালের মে মাসে রাজাগঞ্জ এলাকার মহম্মদ সলমনের সঙ্গে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেছিলেন। তিনি বলেন, দাবি অনুযায়ী যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নিয়ে যায়নি। ওমরা জানান, গত বছরের অগাস্টে যখন তাঁর মা যৌতুকের ব্যবস্থা করেন, তখনই তাঁকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। যৌতুক দেওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির লোকেরা খুশি হয়নি। প্রায়ই তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করত। আর পড়ুন: Ganesh Chaturthi 2022: বাড়িতেই গণপতির আরাধনায় মগ্ন একনাথ শিন্ডে, দেখুন ছবি
ওমরা দাবি করেছেন যে গত এপ্রিলে ঠান্ডা সবজি পরিবেশন করাতে মহম্মদ সলমন তাঁকে মারধর করে ও তিন তালাক দেয়। ওমরা বলেন, এসবই পরিবারের সামনে ঘটেছিল এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি বাপের বাড়িতেই থাকতে শুরু করেন। ওমরা জানিয়েছেন যে কয়েকবার সমস্যা মেটানোর চেষ্টা করেও তাঁর পরিবার ব্যর্থ হয়।