ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চাঞ্চল্যকর ঘটনা। আদালতের বাইরে স্বামীকে পায়ের জুতো খুলে মারলেন স্ত্রী। সোশ্যাল মিডিয়া ভাইরাল ক্যামেরাবন্দি ওই মুহূর্ত। স্ত্রীর অভিযোগ, বছরের পর বছর স্বামীর নির্যাতনের শিকার তিনি। পণের দাবিতে অত্যাচার, সন্তানদের ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে। সেই স্বামী আদালতে 'তালাক' বলে সম্পর্ক ছিন্ন করার কথা বলতেই আর নিজেকে আটকে রাখতে পারেননি ওই তরুণী। রাগের বশে সোজা জুতো খুলে বেধড়ক মারতে শুরু করেন স্বামীকে।

মহিলা জানান, ২০১৮ সালে বিয়ের হয় তাঁর। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার তিনি। পর পর কন্যা সন্তান হওয়ায় তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেও চেয়েছিলেন স্বামী। পরে স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের মামলা দায়ের করেন তিনি। কিন্তু দুই সন্তানকে নিয়ে নেয় স্বামী। এই মামলার রায়ের জন্যই এদিন আদালতে আসে দু'পক্ষ। সেখানেই একে অপরকে গালিগালাজ শুরু করে তাঁরা। এরপর বচসা চরমে পৌঁছলে পায়ের জুতো খুলে স্বামীকে মারতে শুরু করেন তরুণী।

আদালত চত্বরে 'তালাক' শুনে স্বামীকে জুতো খুলে মার স্ত্রীর