
বাবা-মায়ের কাছে বকুনি খেয়ে অপমানে আত্মঘাতী হলেন এক বছর ১৫-এর কিশোরী। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায় (Ballia)। ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে বোকাঝকার কারণে আচমকাই তাঁদের মেয়ে আত্মহত্যার মতো চুরান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে তা মেনে নিতে পাচ্ছে না পরিবারের সদস্যরাও। ঘটনার পর শোকস্তব্ধ মৃতের বাবা-মা।
বাড়়িতে বকুনি খেয়ে আত্মঘাতী তরুণী
জানা যাচ্ছে, নন্দপুর গ্রামের রিশু পাসোয়ান নামে ওই কিশোর একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। আর প্রেমিক তাঁর থেকে বয়সে অনেকটাই বড়। সম্প্রতি ফোনে কথা বলার সময় রিশুর বাবা-মা হাতেনাতে ধরে ফেলেন। পডাশুনো না করে ফোনে কথা বলা নিয়ে ঝামেলাও হয় তাঁর সঙ্গে। আর তারপরেই শনিবার যখন বাডিতে কেউ ছিলেন না সেই সময় আত্মহত্যা করে ওই নাবালিকা।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
পরিবারসূত্রে খবর, সংসার টানতে বাবা-মা দুজনেই বাইরে কাজ করেন। এদিন বিকেলে নাবালিকার মা কাজ থেকে ফিরে ঘটনাটি দেখতে পান। অন্যদিকে মৃতার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। এদিকে কিশোরীকে তড়িঘড়ি উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।