কানপুর, ২৬ অগাস্ট: বড় হওয়ার পর থেকে তারা শুধু নাম শুনেছিল, টিভিতে ছবি দেখেছিল। তবে, চোখের সামনে তাজমহল (Taj Mahal) দেখা হয়নি। বাড়িতে বারেবারে বলেও কাজ না হয়নি, তাই বাড়িতে না জানিয়েই তাজমহল দেখতে যাওয়ার পরিকল্পনা করে ৪ কিশোর। কিন্তু কানপুর (Kanpur) থেকে আগ্রা (Agra) যাওয়া আসার খরচ? সেটার তো ব্যবস্থা করতে হবে। তব, তাজমহল দেখার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে সাওয়ান নামের এক কিশোর তার সাইকেল (Cycle) ৪০০ টাকায় বিক্রি করে টাকার ব্যবস্থা করে। আর তারপর তিন বন্ধু দীপক, অভয় ও কিষাণকে সঙ্গে নিয়ে আগ্রা রওনা দেয়। কিন্তু আগ্রা পৌঁছে তাদের মন ভেঙে যায়। ট্রেনের ভাড়াতেই ৪০০ টাকা খরচ হয়ে গিয়েছিল। তাই তাজমহলে ঢোকার জন্য টিকিটের পয়সা ছিল না তাদের কাছে।
সমস্যায় পড়েও হাল ছেড়ে দেয়নি সাওয়ানরা। তাজমহলে ঢোকার টিকিটের টাকার ব্যবস্থা করতে আগ্রা স্টেশনের বাইরে একটি হোটেলে (Hotel) কাজ করে তারা। সেখান থেকে ৩০০ টাকা পাওয়া যায়। এরপর তারা টিকিট কেটে তাজমহল দেখতে যায়। আরও পড়ুন: Jammu And Kashmir: উরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ৩ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা; দেখুন ভিডিও
এদিকে, সন্তানদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে। জাতীয় সড়কও অবরোধ করা হয়। কানপুরের পুলিশ কমিশনার বি.পি. যোগদন্ড ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরই মধ্যে তাজমহল দেখে ৪ কিশোর ট্রেনে করেই কানপুর ফিরে আসে। কিন্তু বাবা-মায়েদের ভয়ে বাড়িতে যায়নি। যদিও, তদন্তে নেমে ৪ কিশোরের খোঁজ পায় পুলিশ। এরপর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।