বাড়িতে স্ত্রীকে সাপে কেটেছিল। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রতিবেশীদের সঙ্গে স্ত্রীকে হাসপাতালে পাঠিয়ে স্বামী রয়ে গেলেন ঘরে। তারপর যখন হাসপাতালে পৌঁছালেন তখন তাঁর হাতের বস্তায় সেই সাপ। যা দেখে আতঙ্কে হাসপাতালের কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওতে। কিন্তু প্রশ্ন উঠছে কেন তিনি এভাবে সাপটিকে ধরে বোতলবন্দি করে ফেললেন?
জানা গেছে উন্নাও জেলার সাফিপুর কোতোয়ালি এলাকার উমর আতওয়া গ্রামের নরেন্দ্র নামে এক ব্যক্তির স্ত্রী কুশমাকে সাপে কামড়ায়। মহিলা রান্নাঘরে কাজ করছিলেন যখন তখন একটি অজগর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ের কয়েক সেকেন্ড পরেই ওই মহিলা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে তার স্বামীকে দুর্ভাগ্যজনক ঘটনার কথা জানানো হয়। আশ্চর্যজনকভাবে, লোকটি তার স্ত্রীকে দেখতে সরাসরি হাসপাতালে না এসে তার পরিবর্তে তিনি বাড়িতে গিয়ে সাপটিকে ধরে হাসপাতালে নিয়ে যান।
সাপটিকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ একেবারেই হতবাক হয়ে যান এবং লোকটিকে জিজ্ঞাসা করেন কেন তিনি সাপটিকে হাসপাতালে নিয়ে এসেছেন। লোকটি বলেছিলেন যে তিনি চান যে সাপটি তাকে কামড় দিয়েছে তার উপর ভিত্তি করে তার স্ত্রীর চিকিত্সা করা হোক।
জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ তুষার শ্রীবাস্তব জানিয়েছেন, মহিলাটি আশঙ্কামুক্ত।