নয়াদিল্লিঃ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে(R.G Kar Medical College and Hospital) পড়ুয়া চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় যখন উত্তাল গোটা দেশ,তারই মাঝে ঘটে গেল একটি ঘৃণ্য অপরাধ। তবে এ বার কলকাতা নয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। একটি ৬ বছরের শিশুকে ধর্ষণের (Rape)অভিযোগ উঠল এক ৫৭ বছর বয়সী সরকারি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ধৃতের নাম গজেন্দ্র সিং। রসুলপুর গ্রামের বাসিন্দা। শিকারপুর ব্লকে কৃষি উন্নয়ন আধিকারিক (কৃষি সুরক্ষা) পদে ছিল। সোমবার সন্ধ্যায় তিনি আহমেদগড় থানা এলাকার একটি গ্রামের বাড়িতে যায় যায়। সেই সময় বাড়ির উঠোনে খেলা করছিল দু'টি শিশু। এরপরই ৬ বছরের শিশুকে কোলে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে গজেন্দ্র। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে আর এক শিশু। এই বাড়তে তার প্রায়ই যাতায়াত লেগে থাকত, ফলে এদিন তাকে সন্দেহ করেননি কেউ। শুধু তাই নয়, এ দিন ওই বাড়ির উঠোনে বেঁধে রাখা একটি ছাগলের সাথে অস্বাভাবিক যৌনকর্ম করে সে। গোটা ঘটনাটি জানাজানি হতে পুলিশের দ্বারস্থ হন শিশুর বাবা-মা। পুলিশকে তাঁরা জানান, এই ঘটনার সময় খামারে কাজ করছিলেন তাঁরা, মেয়ে বাড়িতে একাই ছিল। সেই সুযোগে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। বুলন্দশহর পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট শ্লোক কুমার বলেছেন, "সোমবার বিকেল ৫টা নাগাদ গজেন্দ্র সিং মেয়েটির বাড়িতে প্রবেশ করে। মেয়েটির পরিবার তার পরিচিত ছিল। প্রথমে শিশুটিকে ধর্ষণ করে এবং তারপর পাশেই বেঁধে রাখা একটি ছাগলের সাথে অস্বাভাবিক যৌনকর্ম করে। একটি ছোট ছেলে ফোনে সবটা রেকর্ড করে। যেহেতু অভিযুক্ত একজন সরকারি কর্মকর্তা, তাই তাকে বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত করা হচ্ছে।" এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা শাসকক নির্যাতিতার বাড়িতে পাঠান মুখ্যমন্ত্রী। এবং নির্যাতিতার পরিবারের হাতে ৮.২৫ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে যোগী সরকারের তরফে।
UP Government Official Rapes 6-Year-Old Dalit Girl At Her House: Cops https://t.co/lEiRo4ju2h pic.twitter.com/bGz7DiAgJT
— NDTV News feed (@ndtvfeed) August 13, 2024