অভিযুক্ত অর্জুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ মোটা (Fat) বলে খেপাত বন্ধুরা। তা নিয়ে মনের মধ্যে অনেকেদিন ধরেই ক্ষোভ জমেছিল। এবার আর 'অপমান' সহ্য করতে না পেরে দুই বন্ধুকে গুলি (Shot)  যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে। বন্ধুদের ২০ কিলোমিটার ধাওয়া করে গুলি করার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান। নিজের কাকার সঙ্গে এক অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানেই দেখা হয় বন্ধু শুভম ও অনিলের সঙ্গে। অনুষ্ঠান বাড়িতেই অর্জুনকে সবার সামনে 'মোটা' বলে খেপাতে শুরু করে শুভম ও অনিল। প্রথমে সব মুখ বুঝে সহ্য করলেও পরে মেজাজ হারান তিনি।

মোটা বলায় বন্ধুদের গুলি করল যুবক

পুলিশকে অর্জুন বলেন,"খেতে বসেছিলাম। ওরা সবার সামনে আমার চেহারা নিয়ে হাসাহাসি করতে থাকে। খুব রাগ হচ্ছিল আমার কিন্তু কিছু বলতে পারিনি। ওদের কথা শুনে বাকিরাও কটাক্ষ করতে থাকে।" এরপরই আর এক বন্ধু আসিফকে গোটা ঘটনাটি জানান অর্জুন। দু'জনে মিলে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। অনুষ্ঠান বাড়ি থেকে শুভম ও অনিল বেড়িয়ে গেলে তাঁদের পিছু নেয় অর্জুন ও তাঁর বন্ধু আসিফ। ধাওয়া করে ২০ কিলোমিটার গিয়ে শুভমদের বাইক থামান অর্জুন। এরপর শুভম ও অনিলকে গুলি করে তাঁরা। ইতিমধ্যেই অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফের খোঁজ চলছে।

 'মোটা বলবে কেন?' রাগে বন্ধুদের গুলি করল যুবক