নিত্যদিনের বিবাদ, আর তার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী। গত ১ অগাস্ট ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর (Balrampur) এলাকায়। এরপর তিনদিন ধরে দেহাংশ এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। তথ্য প্রমাণ লোপাটের জন্য খুনের অস্ত্রও লুকিয়ে দেয় অভিযুক্ত। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা রহস্যজনক কিছু দেখতে পেয়ে থানায় খবর দিলে দুটি জায়গা থেকে দেহাংশগুলি খুঁজে পান। তারপর তাঁরা এই খুনের ঘটনার কিনারা করতে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশসূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি হলিউডের ক্রাইম থ্রিলার সিনেমার ভক্ত। এবং এই খুনের পরিকল্পনা নাকি সিনেমা দেখেই করেছিলেন। শুধু তাই নয়, অভিযুক্ত খুনের হাতিয়ার কীভাবে লোপাট করবে, কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবে সেই সব প্ল্যানই নাকি সিনেমা দেখেই বানিয়েছিলেন। কিন্তু সব প্ল্যান ভেস্তে যায় পুলিশি তৎপরতায়।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, দেহ উদ্ধারের পরেই একটি বিশেষ টিম বানানো হয়এই খুনের কিনারা করার জন্য। খুন করার পরেও যাতে সকলের সামনে অভিযুক্ত স্বাভাবিক থাকতে পারে সেইজন্য প্রতিদিন বাড়ি লাগোয়া দোকান খুলে কেনাবেচা করতেন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন। পুলিশ তাঁর ওপর নজর রেখেছিল দিনকয়েক ধরে। অবশেষে মঙ্গলবার তাঁর ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ মহিলার দেহের কিছু অংশ উদ্ধার করে। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় সে জানায়, স্ত্রীর সঙ্গে অশান্তি ও টাকা চাইতো বলে তাঁকে ১ অগাস্ট ভোর পাঁচটা নাগাদ খুন করে। পরিকল্পনা ছিল ঘুমের মধ্যেই তাঁকে হত্যা করবে। কিন্তু হামলার কিছুক্ষণ আগে জেগে ওঠে মহিলা। নিজেকে বাঁচাতে গিয়ে পাল্টা হামলা চালায় সে। কিন্তু ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে তাঁর স্বামী।
#WATCH | Balrampur, UP: Vikash Kumar, SP, Balrampur says, " Bodies parts were recovered in 2 Plastic covers. A case was registered and SIT was formed to solve this case...we found the accused, he had killed his wife. They had a troubled relationship and wife used to demand money… pic.twitter.com/7ierXdP72s
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 28, 2024
তদন্তে জানা গিয়েছে, খুনের অস্ত্র এবং দেহ কাটার জন্য আলাদা অস্ত্র অনলাইন থেকে কেনে সে। পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং হাতিয়ারগুলিও বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে অভিযুক্তের বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশসূত্রে খবর, অভিযুক্ত মানসিকভাবে বিকৃত এবং হলিউড সিনেমা দেখে দীর্ঘ সময় ধরে নিজের স্ত্রীর হত্যার পরিকল্পনা করছিল