নয়াদিল্লিঃ সম্প্রতি উত্তরপ্রদেশে(Uttar Pradesh) কনৌজে(Kannauj) ঘটে গিয়েছে একটি হাড়হিম করা ঘটনা। বন্ধুদের সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলা চড়তে গিয়ে নির্মম পরিণতি নাবালিকার। নাগরদোলায় চুল জড়িয়ে উপড়ে এল মাথার স্ক্যাল্প। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই নাবালিকা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কনৌজের তালগ্রাম থানার অন্তর্গত মাধননগর গ্রামের মেলায়। আচমকাই নাগরদোলায় জড়িয়ে যায় অনুরাধা কাঠারিয়া নামে ১৩ বছরের ওই নাবালিকার চুল। পাক খেয়ে নাগরদোলার সঙ্গেই ঝুলতে থাকে নাবালিকা। চিৎকার করতে থাকে সে। কিন্তু সেই সময় নাগরদোলার গতি এতটাই তীব্র ছিল যে সঙ্গে সঙ্গে সেটি থামানো যায়নি। এরপর কোনও রকমে থামানো হয় দোলাটি। মাথা থেকে রক্তপাত হতে থাকে। অজ্ঞান হয়ে যায় অনুরাধা। ওই অবস্থাতেই তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন নাবালিকা। অন্যদিকে এই ঘটনার একটি ভিডিয়ো ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই মুহূর্তের ভিডিয়ো দেখে ভয়ে কাঁপছেন অনেকেই।
নাগরদোলা চড়তে গিয়ে উপড়ে এল মাথার স্ক্যাল্প, ভাইরাল ভিডিয়ো
UP Girl's Hair Gets Entangled In Ferris Wheel's Rod; Scalp Ripped Off https://t.co/kJjdEGyZKf pic.twitter.com/lo8wtv0Q78
— NDTV (@ndtv) November 11, 2024