নয়াদিল্লিঃ সাপ (Snake) না মশার (Mosquito) কামড়? ৪১ বার সাপের ছোবল খেয়েও জীবিত তরুণী। বর্তমানে হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন তরুণী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জহরপুর গ্রামে। ওই তরুণীকে এই নিয়ে ৪১ বার সাপ কামড়েছে তাঁকে। আগে প্রতিবারই চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওই তরুণী। এবারও মুনাবার আলির মেয়ে রাহমাতুল বানোর দ্রুত আরগ্য কামনা করছেন গ্রামবাসীরা। বর্তমানে বারাবাঁকির এক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। এই প্রসঙ্গে তাঁর ভাই আজাদ বলেন, "আমার বোনকে আগে ৪০ বার সাপে কামড়েছে। বিভিন্ন জায়গায় তাঁকে আক্রমণ করেছে সাপ। এর আগে লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও ট্রমা সেন্টারেও ভর্তি করানো হয়েছিল তাঁকে। প্রতিবার হাসপাতাল থেকে বেঁচে ফিরেছে সে। এতা গল্পের মতো শোনালেও সত্যি ঘটনা।" এই ব্যাপারে দেউয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত বিরল। যদিও পরিবার ও গ্রামবাসীদের একাংশের বিশ্বাস এটি 'অলৌকিক ঘটনা।'
৪১ বার সাপের কামড় খেয়েও বেঁচে ফিরলেন তরুণী
उत्तर प्रदेश के बाराबांकी में युवती को सांप ने अब तक 41 बार डसा, लेकिन हर बार इलाज के बाद उसकी जान बच जाती है. डॉक्टरों का कहना है कि अगर सांप जहरीला हो तो मेडिकल दृष्टिकोण से ऐसी स्थिति दुर्लभ है. लेकिन अगर सांप जहरीला नहीं है, तो ये आम बात है.
यहां पढ़ें पूरी खबर:… pic.twitter.com/akI7t6aKO9
— TV9 Bharatvarsh (@TV9Bharatvarsh) September 13, 2025