দিল্লি (Delhi) নির্ভয়া কাণ্ডের আইনজীবী সীমা কুশওয়া যোগ দিলেন বহুজন সমাজবাদী পার্টিতে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই এবার দল বদলের পালা শুরু হয়েছে। আজ সকালে কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা মৌর্য বিজেপিতে (BJP) যোগ দেন। এরপরই নির্ভয়া কাণ্ডের আইনজীবী সীমা কুশওয়া যোগ দেন বহুজন সমাজবাদী পার্টিতে (BSP)।
Lucknow, UP | Seema Kushwaha, lawyer of '2012 Nirbhaya gangrape case Delhi', joins Bahujan Samaj Party pic.twitter.com/QCwAkOQcbE
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 20, 2022