Yogi Adityanath's Father Is In ICU: লিভার ও কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ, আইসিউ-তে যোগী আদিত্যনাথের বাবা
সকাল ৯টা-র মধ্যে অফিস ঢোকো, এল নির্দেশিকা। (Photo Credits: ANI)

লখনউ, ২০ এপ্রিল: গুরুতর অসুস্থ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাবা আনন্দ সিং বিস্ত। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। কিডনি ও লিভারের সমস্যা নিয়ে সেখানেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। একদল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই চলছে যাবতীয় চিকিৎসা। লাই হিন্দুস্তান রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, রবিবার বিকেল থেকেই আনন্দ সিং বিস্তের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি বিবেচনা করেই তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। এই মুহূর্তে তাঁর ডায়ালিসিস চলছে। একইভাবে শারীরিক অবস্থার অবনতি ঘটতে তাকায় দেশের রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণের বর্তমান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন যোগী আদিত্যনাথের বাবা। আরও পড়ুন- Prince Harry and Meghan: বিকৃত ও মিথ্যা খবর প্রকাশের অভিযোগ, ৪ ব্রিটিশ ট্যাবলয়েডকে কালো তালিকাভুক্ত করলেন হ্যারি ও মেগান

উল্লেখ্য, আনন্দ সিং বিস্ত বন বিভাগে কর্মরত ছিলেন। তিন একন ফরেস্ট রেঞ্জার। থাকতেন দেরাদুনে। তাঁকে কয়েকমাস আগে তীব্র ডিহাইড্রেশনের কারণে বেশ কিছুদিন দেরাদুনের এক হাসপাতালে কাটাতে হয়েছিল। এদিকে দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় পর্যায় চলছে। তার মধ্যেই হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত (COVID-19 Cases) হয়েছেন ১ হাজার ৫৫৩ জন। সবমিলিয়ে দেশে মারণ রোগে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১৭ হাজার ২৬৫-তে। মৃতের সংখ্যা ৫৪৩, রবিবার সারা দিনে ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্যানুসারে, এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪ হাজার ১৭৫ জন। ২ হাজার ৫৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।  এই মুহূর্তে করোনার থাবায় সবথেকে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছুঁয়েছে।