নয়াদিল্লি, ২৭ অক্টোবর: আনলক ৫ নির্দেশিকা (Unlock 5 Guidelines) চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই কথা। আনলক ৫ নির্দেশিকা প্রাথমিকভাবে ৩১ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য হওয়ার কথা থাকলেও করোনা (Coronavirus) সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল সময়সীমা। আনলক ৫-র অধীনে সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সে ৫০ শতাংশ আসন-সহ চালু থাকতে পারে।
এছাড়াও আনলক ৫-র অধীনে মেট্রো রেল, শপিং মল, হোটেল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান, যোগা, ট্রেনিং সেন্টার, জিম এবং বিনোদন পার্ক-সহ সমস্ত কিছুই খোলা থাকবে। তবে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অনুমতি নিতে হবে। তবে কন্টাইনমেন্ট জোনে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন প্রযোজ্য থাকবে। কন্টাইনমেন্ট জোনের ক্ষেত্রে ঠিক কী কী নিয়ম প্রযোজ্য হবে, সেই বিষয়টি নির্দিষ্ট এলাকার জেলা প্রশাসকের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। পড়ুন: Coronavirus Cases In India: আশা জাগিয়ে কমল দৈনিক সংক্রমণ, সোমবার দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৪৭০
সোমবার সারাদেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৩৬ হাজার ৪৭০ জন। জুলাইয়ের পর এই প্রথম সবথেকে কম দৈনিক সংক্রমণ দেখল ভারত। এর আগে গত ১৭ জুলাই একদিনে আক্রান্ত হয়েছিলেন ৩৫ হাজার ৬৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৪৬ হাজার ৪৩০ জন। এখনও পর্যন্ত গোটা দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ১৯ হাজার ৫০২। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৪৮৮ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৬ লাখ ২৫ হাজার ৮৫৭টি। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৬৩ হাজার ৮৪২ জন।