Unlock 5 Guidelines: আনলক ৫ -র গাইডলাইন প্রকাশ, ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, সুইমিং পুল
Empty Theatre (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: আনলক ৫ -র গাইডলাইন (Unlock 5 Guidelines) প্রকাশ কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) জারি করা গাইডলাইনে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন কঠোরবাবে বলবৎ থাকবে। তবে ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল। কেবলমাত্র অনুশীলনের জন্যই সুইমিং পুল খোলা যাবে। সিনেমা / থিয়েটার / মাল্টিপ্লেক্সগুলিকে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলার অনুমতি দেওয়া হবে। যার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক আলাদা এসওপি জারি করবে।

১৫ অক্টোবরের পর স্কুল ও কোচিং প্রতিষ্ঠানগুলি পুনরায় খোলার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্যগুলিকে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কেন্দ্রীয় সরকারের সম্মতি প্রয়োজন। সামাজিক / অ্যাকাডেমিক / খেলাধুলো / বিনোদন / সাংস্কৃতিক / ধর্মীয় / রাজনৈতিক ক্রিয়াকলাপ এবং অন্য জমায়েত করা যাবে। আরও পড়ুন: Income Tax Return Filing Deadline Extended: আয়কর জমা দেওয়ার সময় বাড়িয়ে দেওয়া হল আরও ২ মাস, শেষ তারিখ ৩০ নভেম্বর

তবে ১০০ জনের বেশি থাকা যাবে না। কনটেইনমেন্ট জানের বাইরেই এই ক্রিয়াকলাপের অনুমতি দেওয়া হবে।