জিম (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৩ অগস্ট: সোমবার ৫ অগস্ট থেকে জিম (Gym) এবং যোগা (Yoga) কেন্দ্রগুলি পুনরায় চালু করার জন্য নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন নির্দেশাবলীর মধ্যে করোনাকে রুখতে জিমের সরঞ্জাম স্যানিটাইজ করা এবং প্রাঙ্গণটির স্যানিটাইজ করা প্রয়োজনীয় বলে জানায়। সাধারণ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় মন্ত্রক।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী-

  • কন্টেনমেন্ট জোনে অবস্থিত জিম এবং যোগা কেন্দ্রগুলি বন্ধই থাকবে। শুধুমাত্র যেখানে কন্টেনমেন্ট জোন নেই সেখানেই খুলবে। আরও পড়ুন, সংক্রমণের ঊর্ধ্বগতি, সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৮ লাখ
  • জিম এবং যোগা কেন্দ্রগুলিকে কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনে চলতে হবে।
  • ৬৫ বছরের ঊর্ধ্ব, কো-মরবিডিটি রোগি ও অন্তঃসত্ত্বা মহিলাদের জিম এবং যোগা কেন্দ্রে আসার অনুমতি দেওয়া যাবে না। ১০ বছরের কম বয়সী শিশুদের যোগা কেন্দ্রে আসতে দেওয়া যাবে না। জিম ও যোগা কেন্দ্রে আসা সমস্ত সদস্য এবং কর্মীদের সেই অনুযায়ী পরামর্শ দিতে হবে।
  • জিমে ও যোগা কেন্দ্রে আসা সকলকে ৬ ফুট দূরত্ব মেনে চলতে হবে এবং তাদের ফেস মাস্ক ও কভার ব্যবহার করতে হবে।
  • ক্লিনিকালি অনুমোদিত জীবাণুনাশক দিয়ে প্রাঙ্গণ পরিষ্কার করতে হবে।
  • এক এক সময়ে ঠিক কতজন আসতে পারবেন তা জানিয়ে দিতে হবে সদস্যদের।
  • ফেস মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করতে হবে।
  • জিমে ও যোগা কেন্দ্রে ঢোকার সময় স্যানিটাইজার হাতে, পায়ে ভালো করে মেখে নিতে হবে।

রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫২ হাজার ৯৭২ জন। সেই সঙ্গে সঙ্গে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গতকাল ৭৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্ত ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬ জন। এই মুহূর্তে সংক্রামিত ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। সব মিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৩৮ হাজার ১৩৫ জন। সোমবার আইসিএমআর জানিয়েছে, ভারতে কোভিড টেস্টের সংখ্যা ২ কোটির কোঠা ছাড়িয়ে গিয়েছে।