COVID-19 Tally In India: সংক্রমণের ঊর্ধ্বগতি, সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা  ছাড়ালো ১৮ লাখ
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ আগস্ট: রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৫২ হাজার ৯৭২ জন। সেই সঙ্গে সঙ্গে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী গতকাল ৭৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্ত ১৮ লক্ষ ৩ হাজার ৬৯৬ জন। এই মুহূর্তে সংক্রামিত ৫ লক্ষ ৭৯ হাজার ৩৫৭ জন। এর মধ্যে সুস্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১১ লক্ষ ৮৬ হাজার ২০৩ জন। সব মিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৩৮ হাজার ১৩৫ জন। সোমবার আইসিএমআর জানিয়েছে, ভারতে কোভিড টেস্টের সংখ্যা ২ কোটির কোঠা ছাড়িয়ে গিয়েছে।

জানা গিয়েছে, ২ আগস্ট পর্যন্ত ভারতে ২ কোটি ২ লক্ষ ২ হাজার ৮৫৮টি নমুনার করোনা পরীক্ষা হয়েছে। শুধু গতকাল রবিবারেই ৩ লক্ষ ৮১ হাজার ২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ভারতে কোভিড-১৯ সুস্থতার হারও অনেকখানি বেড়েছে। এই মুহূর্তে পরিসংখ্যান বলছে ৬৪.৫৩ শতাংশ সুস্থতার হার ভারতে। অন্যদিকে মৃত্যুর হার ২.১৫ শতাংশ। আমেরিকা ও ব্রাজিলের পরে বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থান ধরে রেখেছে ভারত। ৪ লক্ষ ৪১হাজার ২২৮ জন আক্রান্তকে নিয়ে সবথেকে করুণ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। রবিবার রাত পর্যন্ত সেখানে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১৫ হাজার ৫৭৬ জন। আরও পড়ুন-Uma Bharati: করোনার কাঁটা, রাম মন্দিরের ভূমি পুজোয় যাচ্ছেন না উমা ভারতী

২.৫৭ লাখ করোনা আক্রান্তকে নিয়ে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের রাজ্যটিতে গতকাল সারাদিনে নতুন করোনা রোগী ৫ হাজার ৮৭৫ জন। সেখানে রবিবার ৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দেশের তৃতীয় বিধ্বস্ত করোনা আক্রান্ত রাজ্য হল দিল্লি। সেখানে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৭ হাজার ৬৭৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার হাজার ৪ জন। গতকাল রাজধানীতে ১৫ জন করোনা রোগীর প্রাণ গিয়েছে। ১ জুলাইয়ের পর এই দিনি সবথেকে কম করোনা রোগীর মৃত্যু হল।