নতুন দিল্লি, ২৭ এপ্রিল: করোনার প্রকোপে দিশেহারা ভারত। এই পরিস্থিতিতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড তৈরির কাঁচামাল ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। ঠিক একদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে টেলিফোনে বার্তালাপ সারলেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। সোমবার এই টেলিফোনিক বার্তালাপে জো বিডেনকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। এরপর টুইট বার্তায় মোদি বলেন, “আজ জো বিডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে আমরা সবিস্তারে কথা বলেছি। ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাঁর জন্য প্রেসিডেন্ট বিডেনকে আমার ধন্যবাদ। কীকরে কোভিশিল্ড তৈরির কাঁচামাল সহজে ভারতে এসে পৌঁছাবে তানিয়ে আলোচনা হয়েছে। বিশ্বজুড়ে করোনাকে রুখতে ভারত মার্কিন স্বাস্থ্য সম্পর্ক অগ্রণী ভূমিকা নেবে।” আরও পড়ুন-Ministry of External Affairs: ১০০ ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে ভারতে নামল ইংল্যান্ডের বিমান
Had a fruitful conversation with @POTUS @JoeBiden today. We discussed the evolving COVID situation in both countries in detail. I thanked President Biden for the support being provided by the United States to India.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021
এর আগে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যন অজিত ডোভালের সহ্গে কথা বলেন। ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে সহানুভূতিও জানান তিনি। বিশ্বের সবথেকে বেশি করোনা বিধ্বস্ত দেশ আমেরিকা ও ভারত। কোভিড রোগীর চিকিৎসায় ও করোনা যোদ্ধাদের সুরক্ষিত রাখতে আমেরিকা খুব শিগগির পিপিই কিট, টেস্ট কিট-সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ভারতকে পাঠাবে। গত রবিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩.৫২ লাখ মানুষ।