নতুন দিল্লি, ১ মার্চ: হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইউক্রেনে আটক ভারতীয়দের নিয়ে দিল্লি পৌঁছাল অপারেশন গঙ্গার অষ্টম বিমান। দিল্লি বিমানবন্দরে ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। তিনি বুদাপেস্ট ফেরত ভারতীয়দের উদ্দেশ্যে বলেন, “সেখানে আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে দেশে ফেরাতে বদ্ধপরিকর সরকার। গোটা বিষয়টির দেখভালের জন্য চারজন মন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। এখানে রাজ্যের তরফে হেল্প ডেস্ক, মন্ত্রকের তরফে হেল্প ডেস্ক রয়েছে, বিভিন্ন মন্ত্রকের কর্তাব্যক্তিরা রয়েছেন। পড়ুয়াদের প্রয়োজনীয় যেকোনও রকমের সহযোগিতার বন্দোবস্ত এখানে রয়েছে।”
A flight carrying Indian nationals stranded in Ukraine arrives in Delhi from Hungary
Union Health Minister Dr. Mansukh Mandaviya receives the returnees, assures them that GoI is making every effort to rescue all Indians stranded in Ukraine pic.twitter.com/GIySpusKRI
— ANI (@ANI) March 1, 2022
Govt is committed to bringing back every Indian stranded there. Four ministers deputed just to organise this. There are help desks of states, help desk of Ministry of Power, officers of the Ministry. Students will be provided whatever assistance they need: Union Minister RK Singh pic.twitter.com/EOaVp3OL2q
— ANI (@ANI) March 1, 2022
#WATCH | Union Minister RK Singh welcomes stranded Indian students at Delhi Airport. #RussiaUkraineConflict pic.twitter.com/JcEd9ry6ls
— ANI (@ANI) March 1, 2022
দিল্লি বিমানবন্দরে আর কে সিংয়ের সঙ্গেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Union Health Minister Dr. Mansukh Mandaviya)। তিনি ইউক্রনে ফেরত ভারতীয় পড়ুয়াদের বলেন, “আপনাদের অনেক বন্ধু স্বজন যাঁরা এখনও ইউক্রেনে আটকে পড়ে আছেন। ফোন করে অবশ্যই বলবেন যে, ভারত সরকার তাঁদের দেশে ফেরাতে সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না ইউক্রেনে আটক সমস্ত নাগরিক দেশে ফিরছে ততক্ষণ সরকারের তরফে এই প্রচেষ্টা জারি থাকবে। ”
#WATCH | Union Health Minister Mansukh Mandaviya welcomes stranded Indians at Delhi Airport. "Many of your friends are still stuck in #Ukraine, tell them efforts are being made to bring them back home. Efforts to continue till all of them are brought back...," he says pic.twitter.com/c5NzLLyunK
— ANI (@ANI) March 1, 2022