Suresh Gopi (Photo Credits: X)

কোচি, ১৫ জুন: আরও একবার দলের লাইনের বিরুদ্ধে কথা বললেন কেরলের বিজেপির প্রথম সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপি (Suresh Gopi)। এবার ত্রিসুরের লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জেতেন দক্ষিণের সিনেমার বড় তারকা সুরেশ গোপি। এই প্রথম দক্ষিণের এই রাজ্যে লোকসভায় খাতা খোলে পদ্মশিবির। কিন্তু বিজেপির ঐতিহাসিক জয়ের পর সুরেশ গোপি বলেছিলেন, তাঁর এই জয় অরাজনৈতিক। মানুষ তাকে পার্টির রঙ না দেখে ভোট দিয়েছেন।

এরপর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন গোপি বলেছিলেন, তিনি মন্ত্রী হতে চান না, তিনি অভিনয়ে মন দিতে চান। আর এবার গোপী বললেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হলেন 'মাদার অফ ইন্ডিয়া'। অথচ তার দল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বারবার তোপ দাগে। এখানে থেমে না থেকে কেরলের প্রয়াত তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণকে সাহসী প্রশাসক হিসেবও সার্টিফিকেট দিলেন গোপী। যে করুণাকরণের বিরুদ্ধে দিনরাত সমালোচনা করেন কেরল বিজেপির নেতারা।

কংগ্রেস নেতা করুণাকরণ ও বর্ষীয়াণ মার্কসবাদী কে ওয়াই নায়ানারকে তাঁর রাজনৈতিক গুরুও বলেন গোপি। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল হওয়া ত্রিসুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সুরেশ গোপি হারান করুণাকরণের পুত্র তথা কংগ্রেস নেতা কে মুরলীধরন ও সিপিআইয়ের ভিএস সুনীল কুমার-কে। কংগ্রেসের মুরলীধুরন তৃতীয় হন। সিপিআই প্রার্থীর চেয়ে ৭৪ হাজার ভোট বেশী পান মালায়ালাম সিনেমার মহাতারকা অভিনেতা গোপি।