জলপাইগুড়িতে স্থানীয়দের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মূর্মূ (Khagen Murmu)। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কয়েকদিন আগেই তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংসদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন সুকান্ত। সেই সঙ্গে তাঁর স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, এখনও তাঁর চিকিৎসা চলছে। ফলে এখনও আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে।

দুর্যোগ কবলিত এলাকায় যেতে গিয়ে আক্রান্ত হন খগেন

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর নাগরাকাটার দুর্যোগ কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মূ ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, বামনডাঙায় ঢোকার আগে থেকেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। লাঠি, জুতোর পাশাপাশি গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। আর সেই পাথরের ঘায়ে গুরুতর জখম হন খগেন। কার্যত মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। আর সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

বিজেপি সাংসদকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়

ঘটনাটি নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। সাংসদ ও বিধায়কের ওপর এভাবে হামলা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। যদিও শাসক দলের কর্মী সমর্থকরাই এই হামলা করেছে তা মানতে নারাজ তৃণমূল শিবির। পরে অবশ্য তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।