কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) কনভয় ছুটছিল গন্তব্যস্থলের উদ্দেশ্য। আচমকাই ভোপালের চেতক ব্রিজের কাছে গাড়ি থামাতে বললেন মন্ত্রী। রাস্তার ধারে তখন ব্যাথায় কাতরাচ্ছেন এক ব্যক্তি। সেই দেখে গাড়ির মধ্যে বসে থাকলেন না শিবরাজ সিং। গাড়ি থেকে নেমে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার যাবতীয় খরচও বহন করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
সাধারণ মানুষের মতো ভিড়ে ঢুকে পড়েন শিবরাজ সিং চৌহান
রাজনৈতিক নেতামন্ত্রীদের মানবিক রূপ ইদানিং সময়ে খুব একটা দেখা যায় না। সেখানে শিবরাজ সিং চৌহানের মানবিক রূপ দেখলেন অনেকে। জানা যাচ্ছে, এদিন অবধপুরীতে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই চেতক ব্রিজের সামনে ভিড় দেখে গাড়িটি থামাতে বলেন শিবরাজ। সাতপাঁচ না ভেবেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মতো ভিড়ে ঢুকে দেখেন কী হয়েছে। বুঝতে পারেন, এক ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছেন।
দেখুন ভিডিয়ো
Bhopal, Madhya Pradesh: Union Minister Shivraj Singh Chouhan stopped his convoy at Chetak Bridge to help a young man injured in an accident. He took him to the hospital, ensured proper medical care by sending an official, and coordinated treatment pic.twitter.com/yLzN9CWhWy
— IANS (@ians_india) July 13, 2025
আপাতত বিপদমুক্ত আহত যুবক
এরপর তড়িঘড়ি সকলকে বলে নিজের গাড়িতে আহত ব্যক্তিকে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, যুবকের শারীরিক অবস্থা আপাতত ঠিক রয়েছে। তবে তাঁর এখনও চিকিৎসা চলছে। আহত যুবকের চিকিৎসার যাবতীয় খরচা বহন করছেন শিবরাজ সিং চৌহান।